স্পোর্টস ডেস্ক:: ভারতীয় দল টেস্ট খেলে এসজি বল দিয়ে। বাংলাদেশ দল খুব একটা খেলেনি এই বল দিয়ে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তাই বল নিয়ে বাড়তি সতর্কতা বাংলাদেশ দলে। টাইগার ওপেনার লিটন দাস বলেই দিয়েছেন, এসজি বল নিয়ে অস্বস্তিতে আছেন তারা।
বাংলাদেশ দল সচরাচর কোকাবুরা বল দিয়ে খেলে থাকে। তবে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারত সব সময়ই এসজি বলে খেলে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এসজির বলেই তাই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।
মিরপুরের হোম অব ক্রিকেটে ভারত সিরিজের প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। তবে এখনো সবার মুখে মুখে প্রশংসা ঝরছে পাকিস্তান সিরিজ জয় নিয়ে। বাড়তি প্রশংসার পক্ষে নয় লিটন দাস। তার মনযোগ এখন ভারত সিরিজি। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনাদেরও একটু সহায়তা করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুবই ভালো হবে। সামনে যেই সিরিজটা আসছে সেটা অনেক চ্যালেঞ্জিং। খেলোয়াড় হিসেবে আমার কাছে সেটা অতীত হয়ে গেছে।’
ভারতের বিপক্ষে এসজি বলে খেলতে হবে জানিয়ে লিটন দাস আরো বলেন, ‘আপনারা জানেন, ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও (এসজি বল) পরিবর্তন হচ্ছে। এই বলে (এসজি) আমরা খুব কমই খেলি। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।’
প্রস্তুতি কেমন জানতে চাইলে লিটন বলেন, ‘প্রস্তুতি বলতে আমরা যতটুকু পারছি আমাদের মূল বোলারদেরই মোকাবেলা করছি। কিছুটা জটিলতা তো আছেই। কারণ, কোকাবুরা বলের নতুন বলটা খেলা কঠিন। পুরাতন বলটা খেলা সহজ। তবে এসজি বলে নতুন বলটা একটু সহজ, পুরাতন বলটা খেলা কঠিন।’
টেস্টে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রাখতে হবে জানিয়ে লিটন দাস বলেন, ‘আমার কাছে মনে হয়, ভালো খেলা আমাদের অনুপ্রেরণা দেয়। আপনি ভালো খেললে আপনার সুনাম হবে, দুইটা মানুষ চিনবে। এর থেকে বড় পাওয়া তো কিছু হতে পারে না। ভারত অনেক বড় একটা দল। টেস্ট ক্রিকেটে আমরা অনেক ভালো করছি। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ একজন খেলোয়াড়ের জন্য। আর ভালো খেললে বাহবা তো পাবেই। ব্যক্তিগত লক্ষ্য হলো দলকে যতটুকু দেওয়া যায়। আমার তরফ থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০