স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় টেস্টে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। ইন্দোরে আজ থেকে শুরু হওয়া সেই ম্যাচে বাজে দিন কাটিয়েছে স্বাগতিক ভারত। ব্যাটিংয়ে দুর্দশা দেখা দিয়েছে মেন ইন ব্ল’দের। দিন শেষে অস্ট্রেলিয়া ম্যাচে ৪৭ রানের লিড নিয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে ভারত নিজেদের প্রথম ইনিংসে ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে গুঁটিয়ে যায়। দলের ব্যাটাররা ছিলেন আশা-যাওয়ার মিছিলে। দলের পক্ষে ৫২ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ২২ রান করেন বিরাট কোহলি। ২১ রান আসে ওপেনার শুভমান গিলের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার ম্যাথিউ কুহেনম্যান একাই শিকার করেন ৫ উইকেট। নাথান লায়ন ৩টি ও টড মারফি ১টি উইকেট লাভ করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৫৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬। শুরুতেই ওপেনার ট্রেভিস হেড ফিরলেও, দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন উসমান খাজা ও মার্নাস ল্যাবুশানে। এরপর দ্রুততম সময়ের মাঝেই যথাক্রমে ল্যাবুশানে, খাজা ও স্টিভ স্মিথের উইকেট হারায় অজিরা।
খাজা ১৪৭ বলে ৪ বাউন্ডারিতে ৬০ রান করে আউট। ল্যাবুশানে ৩১ ও প্যাট কামিন্সের অনুপস্থিতে অধিনায়কত্ব করা স্মিথ করেন ২৬ রান। পিটার হ্যান্ডসকব ৭ ও ক্যামেরন গ্রিন ৬ রান করে অপরাজিত আছেন।
ভারতের হয়ে একাই ৪টি উইকেট শিকার করেছেন দারুণ ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post