স্পোর্টস ডেস্কঃ নানান জল্পনা-কল্পনার পর অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের সূচি প্রকাশের পরই চূড়ান্ত হয়ে গেছে ভেন্যু।
ভারতের ১০টি শহরের ১০টি স্টেডিয়ামের হবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আরও ২টি অতিরিক্ত শহরে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের সাথে জড়িত থাকছে ১২টি ভেন্যু। ৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মূল ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
বিশ্বকাপের মূল ম্যাচের শহরগুলো হলো, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, ধর্মশালা, হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, লখনৌ, পুনে ও বেঙ্গালুরু। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হবে গুয়াহাটি এবং থিরুভনাথপুরে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, লখনৌর ইকানা স্পোর্টস সিটি স্টেডিয়াম, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এবং বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, এই দশ মাঠেই বিশ্বকাপের ম্যাচগুলো হবে।
এর বাইরে গুয়াহাটিতে আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম ও কেরালার থিরুভনাথপুরে অবস্থিত গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ৫ অক্টোবর যেখানে লড়বে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। একই মাঠে ১৫ অক্টোবর হবে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও। এছাড়া ১৯ নভেম্বর, টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালও হবে ১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে।
বিশ্বকাপের নকআউট পর্বে তিনটি ম্যাচ হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ চার দলের দুটি সেমি ফাইনাল ও পরবর্তীতে ফাইনাল। দুটি সেমি ফাইনালের একটি হবে কলকাতায়, অপরটি হবে মুম্বাইয়ে। ১৫ নভেম্বর মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে প্রথম সেমি ফাইনাল। এই স্টেডিয়ামেই ২০১১ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল।
১৬ নভেম্বর কলকাতার আরেক বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে হবে দ্বিতীয় সেমি ফাইনাল। এরপর সেমি ফাইনালের বিজয়ী দুই দল নিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৯ নভেম্বর হবে ফাইনাল। নকআউট পর্বের তিনটি ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post