স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তান লড়াইয়ে হানা দিল বৃষ্টি। পাল্লেকেলে স্টেডিয়ামে নির্ধারিত সময়ে শুরু হওয়া ম্যাচের পঞ্চম ওভারে এসে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। ৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করেছে ১৫ রান। রোহিত ১৮ বলে ১১ রান করে অপরাজিত আছেন। আর ৮ বল খেলে এখনো কোনো রান করতে পারেননি শুভমান গিল।
আবহাওয়ার পূর্বাভাসে পাল্লেকেতে আগেই ছিল বৃষ্টির সম্ভাবনা। খেলা শুরুর ঘণ্টাখানেক আগেও চলছিল বৃষ্টি। তবু যথাসময়ে টস হয়ে খেলা শুরু হয়েছিল দুই পরাশক্তির। প্রথম চার ওভার বেশ স্বাভাবিকভাবেই খেলা চলছিল। পঞ্চম ওভারে এসেই হানা দেয় বেরসিক বৃষ্টি। এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। ওয়ানডে সংস্করণে দুই দল ১৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ভারত। অন্যদিকে ৫টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচে কোনো ফল হয়নি। এবার ব্যবধান কমানো কিংবা বাড়ানোর সুযোগ উভয় দলের সামনে।
ভারতের একাদশে স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে। দলে নেই মোহাম্মদ শামি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০