স্পোর্টস ডেস্কঃ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে। টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশের মতো সেখানেও আধিপত্য রয়েছে ভারতের। ৬ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। নেই কোনো বাংলাদেশী ক্রিকেটার। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাত্র দুই ক্রিকেটার সেখানে জায়গা পেয়েছেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকা দলের দুই ক্রিকেটার ও নিউজিল্যান্ডের একজন রয়েছেন বর্ষসেরা দলে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসারকে রেখেছে। সেরা একাদশের অধিনায়ক ভারতেরই রোহিত শর্মা। আছেন— বিরাট কোহলি, শুভমান গিল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।
অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও অ্যাডাম জাম্পা, দক্ষিণ আফ্রিকার হেইনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এই একাদশে জায়গা পেয়েছেন। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন আরেক ভারতীয় শুভমান গিল। ট্রাভিস হেডকে তিনে বেছে নেওয়া হয়েছে। বিরাট কোহলি চার নম্বর পজিশনে। পাঁচে আইসিসির পছন্দ নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন বিশ্বকাপে আলো ছড়িয়ে ছয় নম্বর পজিশন পেয়েছেন আইসিসির সেরা দলে।
দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে সাত নম্বরে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রোটিয়াদের পারফরম্যান্সে প্রভাব রেখেছেন তিনি। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও ভারতীয় রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে রাখা হয়েছে স্পিন অপশনে। ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি আছেন পেস বোলিং বিভাগে।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন (উইকেট কিপার), মার্কো ইয়ানসেন, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ সিরাজ, কুলদিপ যাদব ও মোহাম্মদ শামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post