স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান দল। বৃহস্পতিবার থেকে হতে যাওয়া সিরিজের জন্য দিন কয়েক আগেই ১৯ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
পুরোপুরি ফিট না হলেও, সিরিজের দলে রাখা হয়েছিল রশিদ খানকে। তবে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের। পিঠের অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকলেও, সেটি থেকে সেরে না উঠায় খেলার মতো অবস্থাতে নেই তিনি। যার কারণে মিস করতে যাচ্ছেন ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ।
আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। তবে তার অনিশ্চয়তার কারণে ইব্রাহিম জাদরানকে এই সিরিজে দলের নেতৃত্বভার দেওয়া হয়। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।
আগে খেলার কথা থাকলেও নানান কারণে সাদা বলে কখনো কোনো দ্বীপাক্ষিক সিরিজ খেলা হয়নি আফগানিস্তান ও ভারতের। এই প্রথম দ্বীপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। যদিও দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল একবার।
১১ জানুয়ারি পাঞ্জাবের মোহালিতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর মধ্য প্রদেশের ইন্দোরে অবস্থিত হলকার স্টেডিয়ামে ১৪ জানুয়ারি হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৭ জানুয়ারি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
আফগানিস্তানের টি-টোয়েন্টি দল
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ , ইকরাম আলীখিল, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ , মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, ফরিদ আহমেদ, নাভীন উল হক, নূর আহমেদ, মোহাম্মদ সেলিম, কায়েস আহমদ ও গুলবাদিন নাইব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post