স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরতে হয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার শোয়েব বশিরকে। ভিসা সমস্যায় জাতীয় দলের সাথে ভারতে আসতে পারেন নি তিনি। ইংল্যান্ড টেস্ট দলের ২০ বছর বয়সী এই অফ স্পিনার ভারতের ভিসা পাননি।
ভিসার সমস্যায় বশিরকে ক্যারিয়ারের শুরুতেই এমন তিক্ত অভিজ্ঞতা পড়তে হলো, তা মানতেই পারছেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার জন্য এটি খুবই হতাশার। আমরা স্কোয়াড ঘোষণা করেছি মধ্য ডিসেম্বরের আগে। কিন্তু ব্যাশ (বাশির) এখানে আসার ভিসা এখনও পায়নি। ওর কারণেই আমার বেশি হতাশ লাগছে। ইংল্যান্ড টেস্ট দলে আসার পর তার প্রথম অভিজ্ঞতাই এমন কিছু হোক, তা চাইনি। ওর জন্য সত্যিই খারাপ লাগছে।’
স্টোকস আরও বলেন, ‘এই অবস্থায় পড়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। আরও অনেকের সঙ্গেই খেলেছি, যাদের এমন অভিজ্ঞতা হয়েছে। আমি হতাশ যে, একজন ক্রিকেটারকে আমরা দলে নিয়েছি, কিন্তু সে আমাদের সঙ্গে নেই ভিসার সমস্যায়। বিশেষ করে এরকম তরুণ একজনের জন্য… ওর জন্য ভয়ঙ্কর খারাপ লাগছে। এই ধরনের পরিস্থিতিতে পড়া দুঃখজনক। তবে অনেকেই চেষ্টা করছে ওর হয়ে। এটা দুর্ভাগ্যজনক এবং ওর জন্য আমি হতাশ।’
ইংল্যান্ড দল বশিরকে ছাড়াই গত রোববার ভারতে পৌঁছেছে। সারেতে জন্ম নেওয়া এই অফ স্পিনার ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে। সমস্যাটা নতুন কিছু নয়। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণেই বশির এখনো যেতে পারেননি ভারতে।এদিকে এবারের ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুদলের হায়দ্রাবাদ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post