স্পোর্টস ডেস্ক:: মেয়েদের ফুটবলে বাংলাদেশ-ভুটান মানেই গোল বন্যা। বাংলার মেয়েদের গোল উৎসব। সেটা বয়স ভিত্তিক ফুটবল হোক আর জাতীয় দলের ফুটবল হোক। এবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ভুটানের মেয়েদের জালে দুই হালি গোল দিয়েছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোল উৎসবে মেতেছিলো বাংলার মেয়েরা। প্রতিপক্ষ ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তারা। গুণে গুণে আট গোল হজম করা ভুটান বাংলাদেশের জালে দিতে পেরেছে মাত্র একটি গোল।
এর আগে গত বছরের শেষে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে এই ভুটানের জালে গোল উৎসব করেছিলো বাংলাদেশ। দুই ম্যাচে ভুটানের মেয়েদের ১৭ গোল দিয়ে ছিলো তারা। এবার সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে প্রথম ম্যাচেই দিলো আট গোল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছে তৃষ্ণা রানী ও থুইনু মার্মা। একটি করে গোল করেছেন সুলতানা, সুরভী, মুন্নি ও সাগরিকা।
আট গোল হজম করা ভুটানের হয়ে শান্ত্বনার একটি গোল করেছেন প্রিয়া ঘালি। বাংলাদেশের মেয়েরা ৮-১ গোলের বড় জয় নিয়ে ছেড়েছে মাঠ। ২২ মার্চ শক্তিশালী রাশিয়া অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post