মঙ্গলবার থেকে নেপালে শুরু ত্রিদেশীয় সিরিজ

0
43

স্পোর্টস ডেস্কঃ নেপালের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে নিষিদ্ধ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল বোর্ড। ওয়ানডে বিশ্বকাপের লিগ টু ত্রিদেশীয় সিরিজে নেপাল দলে ফিরলেন তারকা এই লেগ স্পিনার।

গত সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নেপালের এক কিশোরি। সে সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছিলেন এই লেগ স্পিনার। অভিযোগকে তখন ভিত্তিহীন দাবি করেছিলেন তিনি। তবে পুলিশি তদন্ত শুরু হয় দ্রুতই, গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। সিএএন তখন জরুরি সভা ডেকে তাকে নিষিদ্ধ করে।

২০১৮ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন লামিচান। ২২ বছর বয়সী এই তারকা খেলেছেন আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, সিপিএলের মতো বড় বড় টি-টোয়েন্টি লিগে। নেপালের জার্সিতে লামিচান মাত্র ৩০টি ওয়ানডেতেই শিকার করেছেন ৬৯ উইকেট। ৪৪টি আন্তর্জাজিক টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৭৮ উইকেট।

গত সেপ্টেম্বরে ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়া লামিচান এতদিন ছিলেন ক্রিকেটের বাইরে। তবে স্কটল্যান্ড-নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নেপাল দলে ফিরেছেন তিনি। এই লেগ স্পিনারকে নিয়েই দল ঘোষণা করেছে সিএএন। আগামীকাল (১৪ ফেব্রুয়ারী) থেকে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ।

নেপাল স্কোয়াডঃ রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ, জ্ঞানেন্দ্র মাল্লা, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সুদীপ জোরা, সোমপাল কামি, করণ কেসি, ললিত রাজবংশী, সন্দীপ লামিচান, গুলশান ঝা, ভীম শারকি ও সূর্য তামাং।

রিজার্ভঃ আরিফ শেখ, প্রতিশ জিসি, শ্যাম ধাকাল ও অর্জুন সৌদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here