স্পোর্টস ডেস্ক:: পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। একই সাথে তিনি বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদেরও পরিচালক।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের যুব ও ক্রীড়া মন্ত্রী নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান। মন্ত্রীত্ব পাওয়ায় লাভজনক বা বেতনযুক্ত বেক্সিমকো গ্রুপ থেকে পদত্যাগ করেছেন তিনি। বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।
বাংলাদেশের সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’
সংবিধানের বিধি নিষেধ থাকায় নাজমুল হাসান পদত্যাগ করলেন। সংবিধানের এই বিধান মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনের সদস্যের বেলায়ও সংবিধানের এ ধারা প্রযোজ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post