মাইন্ড ট্রেনারের পর সাকিব-তামিমদের জন্য আসছে মনোবিদ

0
69

স্পোর্টস ডেস্কঃ ছুটি কাটিয়ে নিজের কর্মক্ষেত্র বাংলাদেশে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়া থেকে শনিবার রাতেই ঢাকায় পা রাখেন হাথুরু। তবে বাংলাদেশের এই কোচ একা আসেননি। সঙ্গ নিয়ে এসেছেন নতুন মানুষকে। টাইগার ক্রিকেটারদের জন্য মাইন্ড ট্রেনার নিয়ে এসেছেন হাথুরু।

জাতীয় দলের সঙ্গে কাজ করবেন মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউন। আফগানিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর কাজ করবেন অ্যালান। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। রোববার মিরপুরে অনুশীলনে ক্রিকেটারদের সাথে মানসিক শক্তি নিয়ে কাজ করেন।

আপাতত দুই সপ্তাহ ঢাকায় থাকবেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পুরোটা সময়ই থাকবেন অ্যালান। লিটন-তামিমদের সাথে কাজ করবেন। তবে শুধুমাত্র ক্রিকেটার নয়, জাতীয় দলে থাকা কোচ, ম্যানেজম্যান্টের সদস্যদের সাথেও কাজ করবেন।

অ্যালান ব্রাউন সাময়িক সময়ে কাজ করে চলে যাবেন। এরপর একজন সাইকোলজিস্ট অর্থাৎ, মনোবিদ নিয়ে আসবে বিসিবি। এশিয়া কাপের সাথে সাকিব-তামিমদের সাথে কাজ করতে আসবেন ডক্টর ফিল।আগস্টের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে ফিলের। তাকেও দুই সপ্তাহের জন্যই পাওয়া যাবে। এশিয়া কাপের পর, রয়েছে বিশ্বকাপের মতো আসর। দুই বড় টুর্নামেন্টকে সামনে রেখেই মনোবিদ আনা হচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here