স্পোর্টস ডেস্কঃ আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত ওয়ানিন্দু হাসারাঙ্গার। বল হাতে রাঙিয়েছেন ম্যাচ, হয়েছেন ম্যাচ সেরা। আর আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে তার দল ডেজার্ট ভাইপার্স জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতলো ডেজার্ট। অপরদিকে আবু ধাবির টানা তৃতীয় হার।
আগে ব্যাট করতে নেমে অ্যাটকিনসন ও শেলডন কটরেলের পেসে আবুধাবির তিন ওভারেই ১৫ রানে নেই ২ উইকেট। কেনার লুইস ১ ও ধনঞ্জয়া ডি সিলভা ৫ রানে বিদায় নেওয়ার পর ব্র্যান্ডন কিং ও কলিন ইনগ্রাম প্রতিরোধ গড়লেও জুটি বড় হয়নি। ইনগ্রামকে ১৫ রানে ফিরিয়ে ৩৯ রানের জুটি বিচ্ছিন্ন করেন রোহান মুস্তফা।
ব্র্যান্ডনকে এরপর সঙ্গ দিতে আসেন চারিথ আসালঙ্কা। তবে পঞ্চাশ পেরোতে পারেনি তাদের জুটি। বাঁধা হয়ে দাড়ান হাসারাঙ্গা। ওই ওভারে ২৬ রান করা চারিথকে ও আন্দ্রে রাসেলকে গোল্ডেন ডাকের লজ্জা দিয়ে ফেরান লঙ্কান স্পিনার। পরের ওভারে প্রথম বলেই অধিনায়ক সুনীল নারাইনকে ফেরান হাসারাঙ্গা।
এক প্রান্তে একা লড়াই করে হাফ সেঞ্চুরি পূরণ করেন ব্র্যান্ড কিং। শেষ ওভারের প্রথম বলে তাকে ফেরান অ্যাটকিনসন। তবে এর আগে ৪৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত আকিল হোসেনের অপরাজিত ১২ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে পারে আবুধাবি।
৪ ওভারে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। অ্যাটকিনসন দুটি উইকেট নেন।
১৩৪ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের জয়ের নায়ক অ্যালেক্স হেলস টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। রোহানের সঙ্গে তিনি ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর তিন রানের ব্যবধানে রোহান ও অধিনায়ক কলিন মুনরো বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে স্যাম বিলিংসের সাথে ৭৪ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন হেলস।
লক্ষ্য থেকে ১৮ রান দূরে থাকতে থামেন এই ইংলিশ ওপেনার। তবে এর আগে ৪৭ বলে ৭ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান। বিলিংস ৩৫ ও শেরফানে রাদারফোর্ড ১১ রানে অপরাজিত থেকে ২৬ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছাতে সহায়তা করেন
ভাইপার্সের হয়ে আকিল হোসেন, সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post