স্পোর্টস ডেস্ক:: প্রায় তিন মাসের বেশি সময় পর মাঠে ফিরছেন সাকিব। গত ৩০ নভেম্বর আবুধাবি টি-১০ লিগে খেলার পর থেকে মাঠে নেই তিনি। এবার মাঠে ফিরছেন তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। এশিয়ার দেশগুলোর সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটিতে।
সাকিব সেই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের দল বাংলা টাইগার্সের বিপক্ষে। অবশ্য সাকিব আল হাসান কোনো দেশের হয়ে খেলছেন না, তিনি খেলবেন এশিয়া স্টারসের হয়ে। ভারতে ১০ মার্চ থেকে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ।
সাকিবের পাশাপাশি তামিম ইকবালও খেলছেন এই লিগে। যেখানে দু’জনেই প্রতিপক্ষ। কারণ তামিম খেলবেন বাংলাদেশের দলের হয়ে। তামিম ইকবাল আনুষ্ঠানিক ভাবে অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে, সাবেকদের তালিকায় তিনি থাকাটা স্বাভাবিক। তবে সাকিব এখনো আনুষ্ঠানিক অবসর নেননি। কেবল টি-২০ থেকে অবসর নিয়েছেন। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও বিদায়ীয় টেস্ট এখনো খেলা হয়নি। ওয়ানডে থেকেও নেননি অবসর।
আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে পারেননি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে থমকে গেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। ফিরতে পারেননি দেশে, খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে। এরই মধ্যে সাবেকদের লিগে নাম লেখালেন তিনি।
এশিয়ান লিজেন্ডস লিগে এশিয়ান স্টারসের হয়ে খেলবেন সাকিব। রাজস্থান ১০ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টি শেষ হবে ১৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। বাংলা টাইগার্স নামে একটি দলও আছেন এই লিগে। যেখানে তামিম ইকবাল, নেতৃত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশী আরো কয়েকজন ক্রিকেটার খেলবেন দলটিতে।
এশিয়ান লিজেন্ডস লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা জানিয়েছে, সাকিব টুর্নামেন্টটিতে খেলবেন। বাংলা টাইগার্সের হয়ে খেলতে চেয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এশিয়ান স্টারসের হয়ে খেলা চূড়ান্ত হয়েছে তার। এশিয়ান স্টারসের এক্স পোস্টে গতকাল রাতে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয়।
ভারতে হওয়া টুর্নামেন্টে সাকিবের দল এশিয়ান স্টারসেরর প্রথম ম্যাচ ১০ মার্চ। প্রতিপক্ষ আফগান পাঠানস। যে দলটিতে খেলবেন মোহাম্মদ শাহজাদ, আজগর আফগানরা। এক দিন পর ১২ মার্চ টুর্নামেন্টটিতে সাকিব মুখোমুখি হবেন তামিম ইকবালের। বাংলা টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচে দেখা যাবে তাদের দু’জনকে।
পাঁচ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলঙ্কান লায়নস ও ইন্ডিয়ান রয়্যালস। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ।
এসএনিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০