স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্সে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। তবে বুলাওয়েতে এই ম্যাচে খুব একটা সুখকর অবস্থানে নেই স্বাগতিক জিম্বাবুয়ে। দলটি আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানেই অলআউট হয়ে পড়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের একেবারে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ৬.১ ওভারে দলীয় মাত্র ৩০ রানের মধ্যে টপ অর্ডারের বাকি দুই ব্যাটারকেও হারিয়ে ফেলে। এরপর ৬৮ রানের জুটি গড়ে বিপর্যয় খানিকটা সামাল দেন দুই অভিজ্ঞ শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। দলীয় একশ পুরণের আগে ৩১ রান করে রাজা আউট হলে, ভাঙে সেই জুটি।
এরপর ২৯ রানের এক জুটি গড়েন উইলিয়ামস ও রায়ান বার্ল। তবে এই জুটি ভাঙার পরই দ্রুত অলআউট হয়ে পড়ে জিম্বাবুয়ে। দুইশও করতে পারেনি দলটি। মাত্র ৩২.২ ওভারেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। স্বাগতিকদের হয়ে ৫৭ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন আসরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা উইলিয়ামস।
শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকশানা ৪টি, দিলশান মধুশঙ্কা ৩টি ও মাথিশা পাথিরানা ২টি উইকেট লাভ করেন।
১৬৬ রানে জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post