স্পোর্টস ডেস্কঃ রাজকীয় প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলের সুবাদে কার্লো আনচেলত্তির শিষ্যরা জয় পায় ৫-২ ব্যবধানে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের তারকা বেনজেমা জানিয়ে দিলেন, তাদের দৃষ্টি আরও একটি ট্রফিতে। মাদ্রিদ যে ট্রফি ছাড়া কিছু ভাবে না, সেটি ফুটে উঠল তাঁর কণ্ঠে। বেনজেমা বলেন, ‘আমরা ব্যক্তিত্বের সঙ্গে খেলেছি। আমরা গোল তৈরি করেছি। আবারও আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে চাই। আজকের ম্যাচটি সত্যিই অসাধারণ ছিল। এমন ম্যাচ খেলতেও ভালো লাগে, আর যারা দেখেন তাদেরও ভালো লাগে।’
পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল রিয়ালের। বেনজেমা বলেন, ‘প্রথম ১৫ মিনিট পর প্রকৃত রিয়াল মাদ্রিদকে দেখেছে সবাই। আসলে এই লেভেলে ফুটবলটা বেশ কঠিন। তারা আমাদের চেয়ে ভালো খেলে ভালো সূচনা করেছিল। কিন্তু এটা ছিল একটা বড় ম্যাচ এবং আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০