নিজস্ব প্রতিবেদক:: সাগরিকায় স্বাগতিক বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। তিন ম্যাচের সিরিজ আগেই হার। সিরিজের শেষ ম্যাচে তামিম ইকবালের দল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগে ব্যাটিং করবে।
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। জস বাটলারের দলকে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ আগে ব্যাটিং করতে হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
শেষ ম্যাচে বাংলাদেশ দল একাদশে নিয়েছে পেসার এবাদত হোসেন চৌধুরীকে। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমদকে। এছাড়া আর কোনো পরিবর্তন নেই বাংলাদেশ দলে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলঅশ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ:: জেসন রয়, পিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কুরান, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, রেহান আহমদ, আদিল রশীদ ও জোফ্রা আর্চার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০