স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)’র নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে বাংলার কিশোরীরা।
আগে ব্যাট করা বাংলাদেশ জান্নাতুল মাওয়া ও সাদিরার ব্যাটে চড়ে ১৪৯ রান তুলেছিলো নির্ধারিত ২০ ওভারে। জবাবে ব্যাট করতে নামা মালয়েশিয়া নিশিতার দুর্দান্ত বোলিং তোপে পড়ে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে অলআউট হয়ে যায়।
টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ব্যাটারদের স্মমিলিত প্রচেষ্টায় নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৯ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে জান্নাতুল মাওয়া অপরাজিত থাকেন। ৪৫ বলের ইনিংসে টাইগ্রেস ব্যাটার চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তিন চার ও এক ছক্কায় ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিরা আক্তার। তিন চারে ২১ বলে ২৬ রান করেন ওপেনার ফাহমিদা। ১২ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাট থেকে।
মালয়েশিয়ার হয়ে মারশিয়া বিনতে আব্দুল্লাহ ৩টি উইকেট লাভ করেন।
১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামা স্বাগতিক মালয়েশিয়া টাইগ্রসেদের বোলিং তোপে পড়ে। নিশিতা ও হাবিবাদের দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র ১৪.৫ ওভারে ২৯ রানেই গুটিয়ে যায় দলটি। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার অ্যালেয়া। ৩ রান করে এসেছে নূর ও নাবিলের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার ৩.১ ওভারে এক মেডেনে ৩ রানে ৫টি, হাবিবা ৪ ওভারে ১ মেডেনে ৫ রানে তিনটি ও আনিসা ৪ ওভারে ১ মেডেনে ৫ রানে দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০