নিজস্ব প্রতিবেদকঃ বয়সের কোটা উনচল্লিশ পেরিয়ে চল্লিশ ছুঁই ছুঁই করছে। জাতীয় দলের টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন চার বছর আগে। টেস্টে খেলেন না। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর থেকে দলেও নেই। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলেন না। ডিপিএল এবং বিপিএলেই দেখা যায়।
এবারের বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। দলটির অধিনায়কত্ব করছেন, এছাড়া সবকিছুই দেখভাল করছেন। দল তো সাফল্য পাচ্ছেই, ব্যক্তিগতভাবেও দারুণ ফর্মে রয়েছে। বিপিএলের প্রথম দুই পর্ব শেষে ৯ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফী। দারুণ বোলিং করছেন, ইকোনোমি রেট মাত্র ৬.৭৫। মাশরাফীর উপরে কেবল ১১ উইকেট নিয়ে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ।
এই পারফম্যান্সই বলে দিচ্ছে ম্যাশ এখনও ফুরিয়ে যাননি। অনেক তরুণ ও জাতীয় দলের বোলাররাও পাত্তা পাচ্ছেন না এই তারকার সামনে। এবার তাই মাশরাফীকে জাতীয় দলে ফেরানোর ডাক উঠেছে। আর সেটা করেছেন তারই সাবেক সতীর্থ ও বন্ধু মোহাম্মদ আশরাফুল। একসময়ের দেশের এই সুপারস্টার জানিয়েছেন তিনি ম্যাশকে আবারও জাতীয় দলে দেখতে চান, আর সেটা আসন্ন ইংল্যান্ড সিরিজেই।
আশরাফুল বলেন, ‘পারফম্যান্সে তো অবশ্যই জাতীয় দলে আসা উচিত মাশরাফীর। আপনি যদি সব মিলিয়ে দেখেন তরুণ পেসার যারা আছে তাদের থেকে ইকোনোমি, উইকেট সবকিছুতেই কিন্তু মাশরাফী সেরা। কিন্তু সে এখন খেলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ (অবসর নিয়ে ফেলেছেন টি-টোয়েন্টি থেকে)। পারফম্যান্সে তো বলে, সামনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাঁর খেলা উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post