স্পোর্টস ডেস্ক:: ভারত নতুন করে যেনো বাংলাদেশকে টি-২০ ব্যাটিং শেখাচ্ছে। সিরিজের আগের দুটি ব্যাট হাতে বাংলাদেশ যাচ্ছেতাই করেছে। প্রতিপক্ষ ভারত রানের বন্যায় ভেসেছে। সিরিজের শেষ ম্যচটি বাংলাদেশের তারকা মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ী ম্যাচ। এই ম্যাচে আগে ব্যাট করা ভারত থামলো ২৯৭ রানে।
তিনশো থেকে তিন কম ভারত থেমেছে। বাংলাদেশের জয়ের সম্ভাবান্য প্রায় শুন্যই। সিরিজে এখনো পর্যন্ত দেড়শো পার না করা বাংলাদেশের তিনশো পার করে জেতার সম্ভাবনা নাই বললেই চলে। সঞ্জু স্যামসনের বিধ্বংসী সেঞ্চুরিতে ভারত রীতিমতো তাণ্ডব চালিয়েছে।
হায়দ্রাবাদে টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। ওপেনার সঞ্জু স্যামসন শুরু থেকেই ছিলেন বিধ্বংসী। বাংলাদেশ বোলারদের বাজে বোলিংয়ের সঙ্গে বাজে ফিল্ডিংয়ের দিনে সেঞ্চুরি হাঁকান স্বাগতিক ব্যাটার। ব্যাট হাতে তিনি ছিলেন মারমুখী। তাকে থামানোর কোনো উপায় যেনো জানা ছিলো না বাংলাদেশের বোলারদে। ৪৭ বলে ১১১ রান করে থেমেছেন তিনি। ততোক্ষণে ভারত ১৯৫ রান পেরিয়েছে। আট ছয় ও এগারো চারে সাজিয়েছেন সেঞ্চুরির ইনিংসটি।
সঞ্জু স্যামসনের দিনে ব্যাট হাতে ভারতের আরেক ব্যাটার সুরাইয়াকুমার ইয়াদবও ছিলেন মারমুখী। ৩৫ বলে ৭৫ রান করেছেন পাঁচ ছক্কা ও আট চারে। মারমুখী ছিলেন ভারতের সকল ব্যাটারই। দুর্বল ফিল্ডিংয়ের সঙ্গে নিষ্প্রাণ বোলিংয়ের সুযোগ উইকেটে যারা আসেন সকলেই হয়ে উঠেন মারমুখী। টাইগার বোলাররা যেনো ছিলেন রীতিমতো অসহায়।
স্বাগতিকদের হয়ে ১৩ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন রাইয়ান পরাগ। ছোট ইনিংস সাজিয়েছেন ছয় ছক্কা ও একটি চারে। কম যাননি হার্দিক পান্ডিয়াও। ব্যাট হাতে তিনিও ছিলেন স্বভাবসুলভ মারমুখী ভঙ্গিতে। খেলেন ১৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস। চারটি করে চার ও ছক্কায় সাজানো ছিলো তার ঝড়ো ইনিংসটি। ৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ভারত থামে ছয় উইকেট ২৯৭ রানে।
বাংলাদেশের হয়ে তানজীম হাসান সাকিব তিনটি, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমদরা একটি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্য ২৯৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০