নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টি ক্রিকেটে অঘটন বলতে শব্দ নেই। তবুও দুই দলের পারফম্যান্স বিবেচনায় আসরের অন্যতম বড় অঘটনই এটি। সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে হারিয়ে দিয়েছে ঢাকা ডমিনেটর্স। নাসির হোসেনের দলের জয় ৫ উইকেটের। বরিশাল মিস করলো আগেভাগেই প্লে-অফে যাওয়ার সুযোগ।
৭ বল বাকি থাকতেই ঢাকাকে আসরের তৃতীয় জয় এনে দেওয়ার মূল কারিগর মোহাম্মদ মিঠুন। ওপেনিংয়ে নেমে ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ৫৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এছাড়া ২২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ৩৭ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। এর বাইরে অধিনায়ক নাসিরও ১৬ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৭৪ রানের দারুণ উদ্বোধনী জুটি গড়েন মিঠুন ও সৌম্য। এরপর এই জুটি ভাঙার পর ২৯ রান আসে মিঠুন ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। জয়ের ভিত সেখানেই গড়ে যায়।
শেষ দিকে সাকিব এক ওভারে দুই উইকেট শিকার করলেও, জয় আটকানো সম্ভব হয়নি, যথেষ্ট ছিল না। ১৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাজধানীর দলটি। ঢাকার হয়ে বড় রান করতে না পারলেও, ২১ বলে ১ চার ও ২ ছক্কায় ২৬ রান করে আলাদা নজর কেড়েছেন মামুন।
বরিশালের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় ২টি উইকেট শিকার করেন সাকিব। ৩.৫ ওভারে ৩৫ রান খরচ করে ২ উইকেট লাভ করেন সানজামুল ইসলাম।