নিজস্ব প্রতিবেদকঃ সবসময়ই সমালোচনার সঙ্গী হয়ে থাকে মিরপুরের হোম অব ক্রিকেটের উইকেট। রান খরা দেখা দেয়। এমনকি টি-টোয়েন্টিতেও লো-স্কোরিং হয়। অতীতের দিক বিবেচনায় এবারও তেমনই আশঙ্কা করা হচ্ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে আসার আলো দেখাচ্ছে মিরপুরের উইকেট।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা মিলেছে ভিন্ন চিত্রের। উইকেটে রান হচ্ছে নিয়মিত। যারা খেলতে পারছেন, তারা বড় স্কোর গড়ছেন। আর এতে মাঠের খেলায় বেশ জমে উঠেছে লড়াই। উইকেটের এমন আচরণের প্রশংসায় দেশের তারকা ক্রিকেটাররা। মঙ্গলবার রাতে মাশরাফী বিন মোর্ত্তাজা ও বুধবার সকালে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান।
সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বলেন, ‘এই উইকেটে এবার ব্যাটাররা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বোলারদের জন্য ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়তে থাকে যে, এখানে জায়গা না দিলে (ব্যাটারকে), স্কিল না থাকলে সমস্যা হবে। এরকম উইকেটে খেলা হলে ভালো হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।’
এদিকে ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব বলেন, ‘এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এতো ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতে হয়। একারণেই এতো বেশি রান হচ্ছে। মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং!’
উল্লেখ্য, মিরপুরের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গামিনি ডি সিলভা। উইকেট নিয়ে প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়। তবে এবার বিপরীত চিত্র। গামিনির প্রশংসাই করছেন সবাই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post