স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসের অনার্স বোর্ডের নাম শুনেননি, এমন ক্রিকেটপ্রেমী রয়েছেন কিনা, সন্দেহ রয়েছে। ইংল্যান্ডের বিখ্যাত সেই মাঠে কোনো ক্রিকেটার সেঞ্চুরি বা পাঁচ উইকেট নিলেই অনার্স বোর্ডে নাম ওঠে। যেখানে নাম তুলতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। লর্ডসের পাশপাশি বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলূড়ে দেশে অনার্স বোর্ডের প্রচলন বেড়েছে।
এবার সেরকমই অনার্স বোর্ড করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের হোম অব ক্রিকেটে সেই অনার্স বোর্ড করার চিন্তা বিসিবির। ইতিমধ্যেই বিসিবিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। যদিও সব ঠিক থাকলে বাংলাদেশের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে অনার্স বোর্ড বসা এক প্রকার নিশ্চিতই।
এদিকে শুধুমাত্র মিরপুরেই নয়, অনার্স বোর্ড থাকতে পারে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। এই স্টেডিয়ামে বিসিবি নিজেদের অর্থায়নে নির্মাণ করার পরিকল্পনা চুড়ান্ত করে ফেলেছে। তবে কাজ শুরু করা বাকি। আর সেখানেও অনার্স বোর্ড রাখার আলোচনা চলছে।
অনার্স বোর্ডের পাশাপাশি দেশের ক্রিকেটের ট্রফি নিয়ে বা অন্যান্য ঐতিহাসিক বিষয় নিয়ে মিউজিয়াম করার পরিকল্পনা আছে বিসিবির। শের-ই বাংলা ও শেখ হাসিনা স্টেডিয়াম, দুটিতেই এমন মিউজিয়াম করার প্রস্তাব বিসিবিতে উঠেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post