স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় টেস্টে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে রোববার সকালে দ্রুত ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ২৬ রানে ৬ উইকেট খুইয়ে প্রতিরোধের চেষ্টায় লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। তৃতীয় দিন প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় কোনো উইকেট পড়তে দেননি তারা দুজন।
বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ৬ উইকেটে ৭৫ রান নিয়ে। লিটন ও মিরাজ অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে গেছেন লাঞ্চ বিরতিতে। মিরাজ ৩৩ রানে ও লিটন ১৩ রানে অপরাজিত আছেন। এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার দিনের শেষভাগে ২ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি সাদমান ইসলাম ও জাকির হাসান। ২৬৪ রানে পিছিয়ে থেকে রোববারের খেলা শুরু করা টাইগাররা দলীয় ১৫ রানে হারিয়েছে জাকিরকে। মাত্র ১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। জাকির ফ্লিক করে স্কয়ার লেগে ক্যাচ আবরার আহমেদের হাতে।
আরেক ওপেনার সাদমান বোল্ড হয়েছেন খুররমের বলে। ১০ রান করেন তিনি। অধিনায়ক শান্তও হয়েছেন বোল্ড। করেন ৪ রান। খুররমের তৃতীয় শিকার হয়ে ফেরেন তিনি। অভিজ্ঞ মুমিনুল মীর হামজার বলে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ১ রানে। টিকতে পারেন নি মুশফিকুর রহিমও। আগের ম্যাচে দারুণ ব্যাট করে সেরার পুরষ্কার জেতা বাংলাদেশী ব্যাটার আজ মাত্র ৩ রান করেছেন। হামজার বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। দ্রুত ফিরেছেন সাকিব আল হাসানও। ২ রানের বেশি করতে পারেন নি তিনি। লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে আছে ১৯৯ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০