স্পোর্টস ডেস্কঃ বড় জয় দিয়ে ভারত বিশ্বকাপ শুরু হলো বাংলাদেশের। শনিবার আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। ধর্মশালায় আগে ব্যাট করে ১৫৬ রানের বেশি করতে পারে নি আফগানরা। রান তাড়ায় ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে জয় পেয়ে যায় বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপেও প্রথম ম্যাচ জয় পেয়েছিল টাইগাররা। এবার ভারত বিশ্বকাপের শুরুটাও জয়ে রাঙাল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৫ বিশ্বকাপের শুরুতেও জয়ের হাসি হেসেছিল তারা।
বাংলাদেশের বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে টাইগাররা। যদিও পাওয়ার প্লে-তে দুই ওপেনার ফিরে যান। পঞ্চম ওভারে বিদায় নেন ওপেনার তানজিদ (৫)। নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাসও। ১৮ বলে ১৩ রানে থেমেছেন ডানহাতি এই ওপেনার।
২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। তৃতীয় উইকেট জুটিতে ৯৭ রান সংগ্রহ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন শান্ত ও মিরাজ। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫৭ রানে প্যাভিলিয়নে ফিরেন টাইগার অলরাউন্ডার। এরপর শান্তও ফিফটি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। অধিনায়ক সাকিব ১৪ রানে ফিরলেও মুশফিককে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন শান্ত। ৫৯ রানে শান্ত ও ২ রানে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। ফারুকি, নাভিন ও আজমাতুল্লাহ একটি করে উইকেট শিকার করেন।
এর আগে আফগান ব্যাটারদের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এছাড়া ২২ রান করে করেন ইব্রাহিম জাদরান আর আজমতউল্লাহ ওমরজাই। মিরাজ ২৫ আর সাকিব ৩০ রানে নেন ৩টি করে উইকেট। ৩৪ রানে ২ উইকেট শিকার শরিফুল ইসলামের। আগামী ১০ অক্টোবর একই মাঠে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উদ্বোধনী ম্যাচে হারা ইংল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০