নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এর আগে ম্যাচের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে ছয় ব্যাটারের সাথে পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। স্বাগতিকরা যেখানে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে মাঠে নামছে। আগের দিনই একাদশে সৌম্য সরকারকে রাখার বার্তা দিয়েছিলেন অধিনায়ক শান্ত। একাদশেও এর প্রতিফলন দেখা গেছে। টাইগারদের একাদশে আছেন সৌম্য।
একইসাথে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। তবে জায়গা হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন কাটার মাস্টার খ্যাত এই ক্রিকেটার।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জ্যানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মধুশান, দিলশান মধুশঙ্কা ও লাহিরু কুমারা।
Discussion about this post