স্পোর্টস ডেস্কঃ আইপিএলে টানা পঞ্চম হারের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আজ ২৩ রানে হেরেছে তারা। মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাঙ্গালোর বোলারদের বোলিং তোপে নাস্তানাবুদ হয়েছে ডেভিড ওয়ার্নাররা। তাতে টানা পঞ্চম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিল্লিকে।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ব্যাঙ্গালোর। যেখানে হাঁফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলতে পেরেছে দিল্লি। ২৩ রানের হারে পয়েন্টের খাতাই খোলা হয় নি দলটির। আসরে ৫ ম্যাচ খেলে ৫টিতেই হারল ওয়ার্নারের দল।
টস গেরে আগে ব্যাট করতে নেমে ৪২ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসি-বিরাট কোহলি। ১৬ বলে ২২ রান করে ডু প্লেসি আউট হলে ভাঙে তাদের এই জুটি। সঙ্গী হারালেও ফিফটি হাঁকিয়েছেন কোহলি। ৩৪ বলে ৫০ রান করেছেন তিনি। তিন নম্বরে নামা মহিপাল লামোর করে ১৮ বলে ২৬।
গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৪ রান। শেষ দিকে ১২ বলে ২০ রান করেন শাহবাজ আহমেদ। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এই ম্যাচেও ছিলেন বেশ খরুচে। ৩ ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন মিচেল মার্শ ও কুলদিপ যাদব।
রান তাড়ায় ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। ‘ইম্প্যাক্ট’ পৃথ্বী শ রানের খাতা খোলার আগেই ফিরেন। বিয়ের ছুটি কাটিয়ে একাদশে ফেরা মার্শও পৃথ্বীর পথ ধরেন। টিকতে পারেন নি ইয়াশ ধুলও। একপ্রান্ত আগলে রেখে ফিফটি হাঁকান মানিশ পান্ডে। তবে তাঁর এই ফিফটি দিল্লির হারের ব্যবধানই কমিয়েছে।
১৩ বলে ১৯ রান করেন অধিনায়ক ওয়ার্নার। শেষদিকে অ্যারনিখ নরকিয়ার করেন ১৪ বলে ২৩ রান। ১৪ বলে ২১ রান করেন অক্ষর প্যাটেল। ১০ বলে ১৮ রান আসে আমান হাকিম খানের ব্যাট থেকে। ব্যাঙ্গালোরের হয়ে বিজয় কুমার ভিশাক নেন ৩ উইকেট। ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post