মূল সমস্যা অন্য জায়গায়- চেলসি কোচ

0
80

স্পোর্টস ডেস্কঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। শীতকালীন দলবদলে কাড়িকাড়ি অর্থ ঢেলেও মাঠের খেলায় জিততে পারছে না ব্লুজরা। লিগে শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল সাউদাম্পটনের কাছেও হারতে হয়েছে তাদের।

বিশ্বের অনেক নামকরা ফুটবলারদের নিয়ে গঠিত চেলসির এমন অবস্থাকে অনেকেই কোচ গ্রাহাম পটারকেই সমস্যা মনে করছেন। যদিও চেলসিকে জয়ের খোঁজ দিতে না পারা কোচ গ্রাহাম পটার এখনো নিজেকে সমস্যা হিসেবে দেখছেন না। এই কোচ বললেন, কোচিংয়ে নয়; তার দলের মূল সমস্যা অন্য জায়গায়।

পটার বলেন, ‘ঘরের মাঠে হারার পর যে কোনো সমালোচনাই বোধগম্য। আমার মনে হয়, আমার কঠিন সময় চলছে এবং অনেক নতুন ও তরুণ ফুটবলারকে প্রিমিয়ার লিগে মানিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৪ ম্যাচের স্রেফ ২টি জিতেছে চেলসি। লিগে পয়েন্ট তালিকার ১০ নম্বরে তাদের অবস্থান। পটার বলেন, ‘আমি নিশ্চিত, অনেকেই মনে করেন যে আমিই মূল সমস্যা। আমার মনে হয় না, তাদের ধারণা ঠিক। তবে তাদের মতামত যৌক্তিক বা উপযুক্ত নয় বলার মতো উদ্ধতও আমি নই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here