নিজস্ব প্রতিবেদকঃ অপরাজিত থেকে প্রথমবারের মতো উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপা জিতল নাসরিন একাডেমি। মঙ্গলবার ঢাকা রেঞ্জার্স এএফসির বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হতে পারত দলটি। এমন সমীকরণ নিয়ে আজ কমলাপুর স্টেডিয়ামে তারা তুলে নিয়েছে ৩ পয়েন্ট।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার রেঞ্জার্সকে ১৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাসরিন একাডেমি। ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হওয়া দলটি এবার পেল ট্রফির স্বাদ। এদিন অধিনায়ক সাবিনা খাতুন একাই পাঁচ গোল করেন। এ ছাড়া সুমাইয়া হ্যাটট্রিক, ঋতু পর্ণা চাকমা জোড়া এবং মারিয়া, মনিকা ও শামসুন্নাহার গোল করেন একটি করে। প্রতিপক্ষ ঢাকা রেঞ্জার্স কোনো গোলই করতে পারেনি।
৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সেরা হলো নাসরিন একাডেমি। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সেনাবাহিনী ১৮ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়। এদিকে বাংলাদেশ আর্মির সুলতানা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন নাসরিনেরও অধিনায়ক ছিলেন। ১৭ গোল করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। ফেয়ার প্লে ট্রফিও পেয়েছে সাবিনার দল নাসরিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post