স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা দল ভাবতেই পারেন না পালাসিওস। বিশ্বকাপজয়ী অধিনায়ককে সবসময়ই তিনি দেখতে চান জাতীয় দলে। এখনও পর্যন্ত দেশের হয়ে ২৮টি ম্যাচ খেলতে এই মিডফিল্ডার ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপজয়ী দলে ছিলেন।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার এবারের আসর মাঠে গড়াবে আগামী ২১ জুন। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন আসর শুরুর আগে মেসিদের সঙ্গে থাকতে মরিয়া পালাসিওস। তিনি বলেন, আমার ভাবনায় এখন আছে লেভারকুজেন, ক্লাবের হয়ে ভালো করে জাতীয় দলে জায়গা নিতে চাই। কোপা আমেরিকায় খেলতে মুখিয়ে আছি আমি, তবে জায়গাটা অর্জন করেই নিতে হবে।’
এদিকে মেসি ও দি মারিয়া অবসর প্রসঙ্গে পালসিওস বলেন, ‘মেসির চালিয়ে না যাওয়ার কথা এখনকার মতো দয়া করে বলবেন না। মেসিকে ছাড়া জাতীয় দল তো ভাবাই যায় না। আমরা সবাই চাই তিনি চিরস্থায়ী হয়ে থাকবেন এবং সবসময় আমাদের সঙ্গে খেলবেন। আমরা চাই না দি মারিয়া অবসর নিক। আমাদের দেশের জন্য সে অনন্য, ভিন্ন ও ঐতিহাসিক এক ফুটবলার। সত্যিই যদি সে অবসর নেয়, তাহলে সামনের প্রতিটি ট্রেনিং সেশন, প্রতিটি ক্যাম্প ও প্রতিটি মাচ সর্বোচ্চ কাজে লাগাতে হবে আমাদের। কারণ, তার মানের একজনকে পাওয়া আমাদের জন্য বড় ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post