স্পোর্টস ডেস্কঃ গত বছর কাতার বিশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামল আর্জেন্টিনা। ‘তিন তারা’ সম্বলিত জার্সি গায়ে শুক্রবার ভোরে প্রথমবার মাঠে নামেন লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার দেশ পানামা। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পায় লিওনেল মেসিরা। বুয়েনস আইরেসে স্টাডিও মনুমেন্টালে ৮৪ হাজার দর্শকের সামনে আবারও জয় উদযাপন করে আলবিসেলেস্তেরা।
পানামার বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এই তারকার গোল হলো ৮০০টি। সবচেয়ে বেশি ৮৩০ গোল করে চূড়ায় আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোলশূন্য প্রথমার্ধে পানার রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েছে আর্জেন্টিনা। কখনো বাঁধা হয়েছে গোলবার, কখনো প্রতিপক্ষের রক্ষণের শেষ স্তম্ভ রুখে দেয় মেসিদের আক্রমণ। অবশেষে ৭৮তম মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির বাঁকানো ফ্রি কিক পোস্টে লেগে ফেরার পর জোরাল শটে দলকে এগিয়ে নেন আলমাদা।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্টেডিয়ামে উপস্থিত ৮৩ হাজারের বেশি দর্শককে উল্লাসে মাতান মেসি। চোখ জুড়ানো ফ্রি-কিকে কাছের পোস্ট দিয়ে গোল করেন তিনি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার প্রয়াস ফেরানোর কোনো উপায় ছিল না গোলরক্ষক হোসে কার্লোস গেরার। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল হলো ৯৯টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post