স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন থেকে চোটে ভুগছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে খেলতে পারেন নি আর্জেন্টিনার হয়ে একটি ম্যাচে। এরপর ক্লাবের ম্যাচেও দেখা যায় নি তাকে। যদিও ইন্টার মায়ামির জার্সিতে গত সপ্তাহে মাঠে নামেন তিনি। তবে সেভাবে ছন্দে ছিলেন না।
চোট কাটিয়ে ওঠা মেসিকে দলে রেখেই অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী এই কোচ আগামীকালের ম্যাচে সাবেক বার্সেলোনা তারকার খেলা নিয়ে আশাবাদী। তবে ম্যাচের আগে মেসির সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘আমরা মেসির অবস্থা ভালো দেখেছি। তারপরও আমি তার সঙ্গে কথা বলবো সে খেলতে চায় কি না সেটি জানার জন্য। তার সিদ্ধান্ত জানার পরই দল চূড়ান্ত করা হবে। সবচেয়ে বড় কথা মেসি ঠিক আছে। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে সে ম্যাচের শুরু থেকেই খেলার সামর্থ্য রাখে।’
স্কালোনি আরও বলেন, ‘চারদিন পর আমাদের আরও একটি ম্যাচ রয়েছে। সে প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলতে পারে এবং পেরুর বিপক্ষে নাও খেলতে পারে। আবার এমনও হতে পারে দুইটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলতে পারে সে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post