মেসির চোট গুরুতর নয়- ইন্টার মায়ামি কোচ

0
61

স্পোর্টস ডেস্কঃ লিগস কাপের সেমিফাইনালে মাঠে নামার আগে পা মচকে গেছেন লিওনেল মেসির। ইন্টার মায়ামির দলীয় অনুশীলেন চোট পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার (১৪ আগস্ট) অনুশীলনের সময়ে পা মচকে গেছে মেসির। বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা এএফপিসহ একাধিক গণমাধ্যম। এ দিকে মায়ামির কোচ জানিয়েছেন, মেসিকে নিয়ে চিন্তার কিছু নেই।

গত ২১ জুলাই মায়ামির জার্সিতে অভিষেকের পর খেলা পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা-এমএক্সের ক্লাবগুলোর টুর্নামেন্ট লিগস কাপে দলকে তুলেছেন সেমিফাইনালে। এর আগে কোয়ার্টার ফাইনালে একক নৈপুণ্য দেখিয়েছেন।

এদিকে মেসির চোট প্রসঙ্গে মায়ামির কোচ টাটা মার্তিনো উড়িয়ে দিয়েছেন সব শঙ্কা। আর্জেন্টাইন কোচ বলেছেন, মেসির ফিটনেস নিয়ে চিন্তা করার মতো কিছু নেই। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আসলে কী হয়েছে, সেটি আমি দেখিনি। তবে আমার ধারণা, মারাত্মক কিছু হলে খেলোয়াড়েরা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়ত। এখন যেহেতু এ নিয়ে কারও মন খারাপ নেই, ধরেই নেওয়া যায় কিছুই হয়নি।’

চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেয়ার পরেই যেন চেনা রূপে ফিরে এসেছেন মেসি। একের পরে এক গোল করে দলের জয়ে ভূমিকা রাখছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। এ পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি গোল করেছেন ৮টি এবং ১টি গোলে অ্যাসিস্টও করেছেন। এর মধ্যে তিন ম্যাচে করেছেন জোড়া গোল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here