নিজস্ব প্রতিবেদকঃ দারুণ শুরু পেয়েও ধরে রাখতে পারল না দুর্দান্ত ঢাকা। মোমেন্টাম হারিয়ে ব্যাটিং অর্ডারে ধস নামে দলটির। অসাধারণভাবে খুলনা টাইগার্স ঘুরে দাঁড়ায় ম্যাচে। আর এতে ভালো শুরুর পর ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩০ রানেই থেমে যায় ঢাকার ইনিংস।
জিততে হলে তাই খুলনা টাইগার্সকে এখন করতে হবে ১৩১ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরুটা নামের মতোই দুর্দান্ত করে দুর্দান্ত ঢাকা। দুই ওপেনার নাঈম শেখ ও সাইম আইয়ূব মিলে ৯ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে তুলেন ৭৫ রান। ২১ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে নাঈম বিদায় নিলে ভাঙে সেই জুটি।
জুটি ভাঙার সাথে সাথেই বিপর্যয় নেমে আসে ঢাকার ব্যাটিংয়ে। ৭৫ রানে প্রথম উইকেট হারানো দলটি ১১৪ রানেই ৯ উইকেট হারিয়ে বসে। নাঈমের বিদায়ের পর দ্রুতই আউট হন আরেক ওপেনার সাইম আইয়ূব। তবে ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৩৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান করে যান সাইম।
টপ অর্ডারে নেমে গুলবাদিন নাইব, বিপিএলে অভিষেক হওয়া এস এম মেহরব, ইরফান শুক্কুর, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতরা ব্যর্থ হন। মাঝে অ্যালেক্স রসের ২১ ও শেষ দিকে আরাফাত সানীর ১৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে কোনোমতে লড়াকু পুঁজি পায় ঢাকা। একইসাথে অলআউটের লজ্জা থেকেও রক্ষা পায়।
খুলনা টাইগার্সের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় একাই ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ নওয়াজ। ওয়াসিম জুনিয়র মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নেন। ২টি উইকেট লাভ করেন মুকিদুল ইসলাম মুগ্ধও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post