ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের পরিপন্থি- আসালাঙ্কা

0
66

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে সোমবার এই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই বিষয়টির পক্ষে-বিপক্ষে তর্ক শুরু করে দিয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। প্রথম ইনিংস শেষে এই বিষয়ে কথা বলেছেন লঙ্কান ব্যাটার চারিত আসালাঙ্কাও।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউস সেটি হতে পারেননি। উইকেটে গিয়ে তিনি দেখলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা। সম্ভবত ওটা ছেঁড়াই ছিল। তিনি ড্রেসিং রুমে ইশারা করলেন নতুন হেলমেটের জন্য। অতিরিক্ত খেলোয়াড়ের মাধ্যমে নতুন হেলমেট আনতে কিছুটা দেরি হয়ে গেল। এই সময় ম্যাথিউসের বিপক্ষে ‘টাইমড আউটে’র আপিল করে বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেটারদের আপিল ও ক্রিকেটের আইন মেনে ম্যাথিউসকে ‘টাইমড আউট’ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আম্পায়ারদের। অবশ্য এই বিষয় নিয়ে আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন শ্রীলঙ্কার এই ব্যাটার। একপর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে গেছেন তিনি। কিন্তু সাকিব তাঁকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন। কিন্তু আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি।

এমন আউট হওয়া মানতে পারছেন না আসালঙ্কা। তার মতে এমন আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ভালো নয়। তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে ম্যাথিউসের আউট ক্রিকেট স্পিরিটের বাইরে। ব্যক্তিগতভাবে সেঞ্চুরি পাওয়ার অনুভূতি অন্যরকম। এজন্য আমি খুব খুশি। ধনাঞ্জয়া (ডি সিলভা) ডানহাতি ব্যাটার, আর আমি বাঁ-হাতি। তাই তার সঙ্গে পার্টনারশিপ গড়তে ভালো লাগে। আমাদের লক্ষ্য ছিল তিনশ রান করা, তবে এখন যা হয়েছে তাও যথেষ্ট।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here