নিজস্ব প্রতিবেদকঃ চলমান বিপিএলের চট্টগ্রাম পর্বের চতুর্থ দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। দুপুর ১.৩০ টায় শুরু হবে এই ম্যাচ। ম্যাচটিতে টস জিতেছেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ ব্যাটিংয়ে নামছে শোয়েব মালিকের রংপুর। ম্যাচটিতে রংপুরের একাদশে আছেন হারিস রউফ ও মোহাম্মদ নওয়াজ।
রংপুর আজকের ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানকে। চোটের কারণে তিনি থাকছেন না খুলনা ম্যাচে। তার জায়গায় রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার মালিক। এদিকে খুলনার একাদশে এসেছে একাধিক রদবদল। ওপেনার মাহমুদুল হাসান জয় আসরে প্রথমবার মাঠে নামছেন আজ। দলটির একাদশে আছেন মুনিম শাহরিয়ারও।
রংপুর তাদের একাদশে নিয়েছে পারভেজ হোসেন ইমনকে। বিপিএলে সেঞ্চুরির হাঁকানোর রেকর্ড আছে বাঁহাতি এই ওপেনারের। চলতি আসরে প্রথমবার সুযোগ পেলেন তিনি। মূলত উইকেটকিপার ব্যাটার সোহান চোটের কারণে না থাকায় একাদশে ঠাই হয়েছে ইমনের।
রংপুর রাইডার্স একাদশ-
মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।
খুলনা টাইগার্স একাদশ-
ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার, আজম খান (উইকেটরক্ষক), আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ভ্যান মেকেরেন, মাহমুদুল হাসান জয়।
Discussion about this post