রাজাপাকসের ফিফটি আর ধাওয়ান-কারানের ঝড়ে পাঞ্জাবের বড় পুঁজি

0
69

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে বড় পুঁজি পেয়েছে পাঞ্জাব কিংস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে দলটি। জিততে হলে কলকাতাকে করতে হবে ১৯২ রান।

মোহালিতে নিজেদের ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় পাঞ্জাব। দলীয় দ্বিতীয় ওভারের শেষ বলে প্রভসিমরান সিংয়ের বিদায়ে ভাঙে ২৩ রানের ঝড়ো জুটি। এই ১২ বল একাই খেলে একাই ২৩ রান নেন প্রভসিমরান।

এরপর দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার শিখর ধাওয়ান ও লঙ্কান তারকা ভানুকা রাজাপাকসে মিলে ৮৬ রানের এক জুটি গড়েন। আর সেই জুটিই বড় রানের ভিত গড়ে দেয় পাঞ্জাবকে। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে পাঞ্জাবের ইনিংসের।

তবে শেষ দিকে স্যাম কারান ও শাহরুখ খানের ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় পুঁজি পায় স্বাগতিকরা। দলের পক্ষে ফিফটি হাঁকিয়ে সর্বোচ্চ ৫০ রান করেন রাজাপাকসে। ৩২ বলের ইনিংস সাজান ৫ বাউন্ডারি ও ২ ছয়ে। ২৯ বলে ৬ বাউন্ডারিতে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন ধাওয়ান। স্যাম কারান ২৬ রানে অপরাজিত থাকেন। জিতেশ শর্মা ২১, সিকান্দার রাজা ১৬ ও শাহরুখ ১১ রানে অপরাজিত থাকেন।

কলকাতার হয়ে ২ উইকেট নিলেও, ৪ ওভারে ৫৪ রান খরচ করেন টিম সাউদি। সুনীল নারাইন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here