রাজার হ্যাটট্রিক, সিলেটের লক্ষ্য ২০৫ রান

0
989

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে হ্যাটট্রিক করলেন রেজাউর রহমান রাজা। সিলেট বিভাগের এই পেসার শনিবার ঢাকা মেট্রোর বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন। তাতে ঢাকার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২১২ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে শেষ দিনে জিততে হলে চতুর্থ ইনিংসে স্বাগতিক সিলেটকে করতে হবে ২০৫ রান।

জাকির হাসানের সেঞ্চুরি ও জাকের আলী অনিকের ফিফটির সুবাদে আগের দিন ৮ উইকেটে ২৪৫ রান করে সিলেট। তবে শনিবার সেই রানের আর মাত্র ৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় দলটি। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও তেমন ভালো করতে পারেনি ঢাকা। মোহাম্মদ নাঈম শেখ আউট হন ৪১ রানে। সাদমান ইসলাম ৪, আইচ মোল্লা করেন ৩ রান।

অভিজ্ঞ মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৫৭ রান। প্রথম ইনিংসে ফিফটি করা নাইম ইসলাম অপরাজিত থাকেন ১৬৭ বলে ৪৪ রান করে। হ্যাটট্রিকসহ সব মিলিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিলেটের রাজা। ২০২১-২২ জাতীয় লিগের পর এই প্রথম কোনো বোলার হ্যাটট্রিক করলেন আজ। ৩ উইকেট নিয়েছেন শাহানুর রহমান। ২ উইকেট নেন নাবিল সামাদ আর ১ উইকেট নেন আবু জায়েদ রাহী।

এর আগে প্রথম ইনিংসে সাদমান ইসলাম ও নাঈম ইসলামের ফিফটিতে ২৪৩ রান করে ঢাকা। জবাব দিতে নেমে সেঞ্চুরির দেখা পান সিলেটের জাকির। বাঁহাতি এই ব্যাটার ১০৪ রানের ইনিংস খেলেছেন। ফিফটি হাঁকান জাকেরও। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি, কাজী অনিক ইসলাম ও আরিফ আহমেদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here