স্পোর্টস ডেস্ক:: আগের রাতে সিলেটে খেলেছেন ম্যাচ। আজ সকালেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে ঢাকায় সাকিব। বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারের দারুণ ব্যস্ত সময় যাচ্ছে। ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই গেছেন দুবাইয়ে। সেখান থেকে ফিরে ঢাকায় অনুষ্ঠানেও যোগ দিয়েছেন।
ঢাকা থেকে সিলেটে আইরিশ সিরিজ খেলতে এসে আবার ঢাকায় গেছেন, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সিলেটে এসে আবার ম্যাচও খেলেছেন। সেই ম্যাচ খেলে বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে আবারো ঢাকায় গেছেন সাকিব। সেই অনুষ্ঠান শেষ করে কাল সিলেটে দলীয় অনুশীলনেও যোগ দেবেন তিনি।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলবেন তিনি। সাকিব এবাই এই শহর থেকে ওই শহর দৌড়া দৌড়ি করছেন। ব্যবসা-বাণিজ্য সামলাচ্ছেন। আবার মাঠের বাইশে গজেও পারফর্ম করছেন ব্যাটে বলে।
ঢাকায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে সাকিবকে তাই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এতো কিছু কী ভাবে সমালান? সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেন, ‘যে পারে সে সবই পারে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসেছে। বাংলাদেশের রান উৎসবের পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়ে যায়। সিরিজের শেষ ম্যাচ ২৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্টিত হবে।
আয়ারল্যান্ড সিরিজের আগে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল টি-২০ সিরিজ খেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো ক্রিকেটের জনক দেশটির বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে নেমেই বাজিমাত করে টাইগাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post