স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেলো চেন্নাই সুপার কিংস। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১২ রানে জিতল সাবেক চ্যাম্পিয়নরা। হার দিয়ে আসর শুরু করা চেন্নাই নিজেদের দ্বিতীয় ম্যাচে দেখা পেয়েছে প্রথম জয়ের। রোববার আগে ব্যাট করে ২১৭ রান করে চেন্নাই। জবাবে ২০৫ রানে থামে লখনৌ।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ১১০ রান তুলে চেন্নাই। ৩১ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। ২৯ বলে ৪৭ রান করেন ডেভন কনওয়ে। ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন আম্বাতি রাইড়ু।
এর আগে শিভাম দুবের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান। ১৩ বলে ১৯ আসে মঈন আলীর ব্যাট থেকে। শেষদিকে ৩ বলে ২ ছক্কায় ১২ রান করেন মাহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচের মতো আজও ব্যাট ব্যর্থ চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ৮ বলে ৮ রান করেন তিনি। রবীন্দ্র জাদেজাও রান করতে পারেন নি প্রত্যাশা মতো।
লক্ষ্য তাড়ায় অধিনায়ক কেএল রাহুল-কাইল মায়ার্সের দাপটে ভালো শুরু পায় লখনৌ। তবে তা ধরে রাখতে পারে নি। মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। দুই ওপেনার ৭৯ রানের জুটি গড়লেও ৮২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে রাহুলের দল। মাত্র ২২ বলে ৫৩ রানের ইনিংস খেলে মঈন আলীর শিকার হন মায়ার্স।
১৮ বল খেলে ২০ রান করেন রাহুল। দীপক হুডা-ক্রুনাল পান্ডিয়া থিতু হতে পারেন নি। মার্কাস স্টইনিস ১৮ বলে করেন ২১ রান। তবে নিকোলাস পুরান ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে সেটি কেবল হারের ব্যবধান কমে লখনৌর। ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। আইয়ুস বাদোনি ১৮ বলে করেন ২৩ রান। যদিও তাঁর ইনিংসে ছিল না কোনো বাউন্ডারি।
চেন্নাইয়ের পক্ষে ২৬ রানের খরচায় ৪টি উইকেট নেন মঈন। ২টি শিকার তুষার দেশপাণ্ডের। ব্যাট হাতে ১৯ রান ও বল হাতে ৪ শিকারে ম্যাচ সেরা হয়েছে মঈন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post