নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাজশাহীতে ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা করল বাংলাদেশের যুবারা। যার ফলে পঞ্চম ও শেষ ম্যাচটি সিরিজের ট্রফি নির্ধারণের জন্য অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। ৫ উইকেট শিকার করে ম্যাচ জয়ের নায়ক জুনিয়র টাইগারদের বাঁহাতি স্পিনার মোহাম্মদ রাফি উজ্জামান রাফি।
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে দারুণ বোলিংয়ে অল্পতেই আটকে দেয় বাংলাদেশ। ৩৫.২ ওভারে মাত্র ১২৮ রানেই গুঁটিয়ে যায় টাইগার যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৫ বাউন্ডারিতে ৪৩ রান করেন লন-ড্রি প্রিটোয়ারিয়াস। এছাড়া ১৮ রান আসে রিচার্ডের ব্যাট থেকে। এর বাইরে আর মাত্র দুইজন ব্যাটার কোনোমতে ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কে নিতে পেরেছেন।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ রাফি উজ্জামান রাফি। স্পিন ভেলকিতে ৭.২ ওভার বল করে ১ মেইডেনসহ মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি। এছাড়া রিজান হোসেন ৩টি ও ওয়াসি সিদ্দিকি ২টি উইকেট লাভ করেন।
১২৯ রানের মাঝারি মানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিংয়ে হতাশা দেখায়। দলীয় মাত্র ৭৮ রানেই ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কা জাগায় স্বাগতিকরা। তবে সেখান থেকে সপ্তম উইকেটে মোহাম্মদ আশরাফুজ্জামান ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ৫৩ রানের অবিচ্ছিন্ন দারুণ এক জুটি গড়ে ২১ ওভার অর্থাৎ, ১২৬ বল বাকি থাকতেই দলকে জয়ের প্রান্তে নিয়ে যান।
আশরাফুজ্জামান ও রাব্বি দুজনেই ২৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর বাইরে ২৫ রান আসে ওপেনার আদিল বিন সিদ্দিকের ব্যাট থেকে। রিজান হোসেন ২২ রান করেন। ২১ রান আসে নাঈম আহমেদের ব্যাট থেকে।
প্রোটিয়া যুবাদের হয়ে লিয়াম এল্ডার ৩টি উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post