মৌলভীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে মৌলভীবাজার জেলা দল। টাঙ্গাইল জেলা দলকে ৩৫ রানে হারিয়েছে মৌলভীবাজার।
দিনাজপুর ভেন্যুতে টায়ার একে খেলছে মৌলভীবাজার। আগে ব্যাট করে দলটি রিয়াদ খানের হাফ সেঞ্চুরিতে ১৯২ রান তুলে। জবাবে খেলতে নামা টাঙ্গাইল সাকিবের বোলিং তোপে ১৫৭ রান তুলতে সমর্থ হয়।
আগে ব্যাট করা মৌলভীবাজার ৪৯ ওভারে অলআউট হয় ১৯২ রানে। হাফ সেঞ্চুরি করেন রিয়াদ খান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান আসে তার ব্যাট থেকে। রুহেল মিয়া করেন ৩২ রান।
১৯৩ রানের জবাবে খেলতে নামা টাঙ্গাইল জেলা দল নাঈম হাসান সাকিবের বোলিং তোপে মাত্র ১৫২ রানে গুটিয়ে যায়। ৪.২ ওভার পর্যন্ত বল করে দলটি। সাকিব ১০ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। আগামি ১৪ মার্চ দ্বিতীয় ম্যাচে মৌলভীবাজারের প্রতিপক্ষ নেত্রকোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০