স্পোর্টস ডেস্কঃ নিজেদের মাঠে দুর্দান্ত দাপটে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবার জয়ী রিয়াল মাদ্রিদকে স্রেফ নাস্তানাবুদ করে ছেড়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে ফাইনালে পা রেখেছে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচের প্রথম ৩০ মিনিটে সিটির দখলে বল ছিল ৮০ শতাংশ। রিয়াল নামমাত্রই মাঠে ছিল। আক্রমণ দূরে থাক, বল স্পর্শ করার জন্যও মাথাখুটে মরছিল করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা। শেষ পর্যন্ত এই আধিপত্য ধরে রাখে গার্দিওলার দল। ম্যাচ শেষে এই জয়কে নিজের ক্যারিয়ার সেরা বললেন গার্দিওলা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গার্দিওলাকে জিজ্ঞেস করা হয় কোচ হিসেবে সেরা জয়গুলোর তালিকায় এটি কোথায় থাকবে। তার জবাব, ‘এটিই চূড়ায়, প্রতিপক্ষকে ভাবনায় রাখলে। আজকে আমাদের ফুটবলার মান ছিল খুবই ভালো, সত্যিই খুব উঁচুতে। আমার মনে হয়েছিল, এই ধরনের ম্যাচে আমাদের মধ্যে অতিরিক্ত চাপ ও অসাড়ভাব কাজ করে। গত মৌসুমে আমরা যেভাবে রিয়ালের কাছে হেরেছি, খুব কঠিন ছিল। হাতে করে বিষ পান করতে হয়েছে আমাদের। এবার রিয়ালকে পাওয়ার পর মনে মনে বলেছিলাম, ‘এটাই তো চাইছিলাম।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post