স্পোর্টস ডেস্ক:: রিয়াল ছাড়ার গুঞ্জন উঠে ছিলো। তবে শেষ পর্যন্ত আরো এক মৌসুমে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিডফিল্ডার টনি ক্রুস। মাদ্রিদের মধ্যমাঠের মধ্যমণি তিনি।
ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ক্রুস। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাচ্ছেন। খেলতে আরো কিছু দিন। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাই চুক্তি এক বছর বাড়িয়েছেন তিনি।
কার্লো আনচেলত্তির দল টনি ক্রুসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। স্প্যানিশ ক্লাবটির হয়ে টনি এখন পর্যন্ত ৪১৮ ম্যাচ খেলেছেন। সদ্য শেষ হওয়া লা লিগায় খেলেছেন ৩০ ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে মাঠে নেমেছেন ১২টি ম্যাচ।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৪ সালে রিয়ালে পাড়ি জমান ক্রুস। এরপর থেকে দুর্দান্ত খেলছেন। রিয়ালের মধ্যমাঠের মধ্যমণি হয়ে আছেন। সব মিলিয়ে ২০টি শিরোপাও জিতেছেন মাদ্রিদের জার্সিতে। প্রায় এক দশক হতে চলেছে মাদ্রিদে তার। এর মধ্যে চারটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপা কাপ জেতার স্বাদ পেয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































Discussion about this post