স্পোর্টস ডেস্কঃ চোটের কারণে দীর্ঘদিন থেকে মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। চোট কাটিয়ে অবশ্য আজ লা লিগায় ফিরছেন তিনি। শনিবার লিগে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচে খেলবেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন এই তথ্য।
লা লিগার চলতি আসরে শিরোপ জয়ের পথে রিয়াল। পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে বেশ এগিয়ে তারা। আজ কাদিজ ম্যাচে কোর্তোয়ার খেলা প্রসঙ্গে আনচেলত্তি সংবাদ সম্মেল নে বলেন, ‘কোর্তোয়া ভালো আছে, অনেক অনেক দিন পর সে খেলবে। আমাদের জন্য ভালো খবর যে, (এদের) মিলিতাওয়ের মতো সেও ফিরছে। কোর্তোয়া দলে অবদান রাখতে পারবে, সে ভালো বোধ করছে, ফেরার সম্ভাবনায় সে খুবই রোমাঞ্চিত। তাকে ফিরে পেয়ে আমরাও উচ্ছ্বসিত।’
চলতি আসরে লিগে ৩৩ ম্যাচে ৮৪ পয়েন্ট রিয়ালের। দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ৭৩। এফিকে গত অগাস্টে অনুশীলনের সময় পায়ে চোট পান কোর্তোয়া, পরে পরীক্ষায় তার বাঁ হাঁটুর এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চিড় ধরা পড়ে। দীর্ঘ পুনর্বাসনে ওই চোট কাটিয়ে গত মার্চে অনুশীলনে ফেরেন তিনি। দ্রুত তার মাঠে নামার সম্ভাবনাও তখন জোরাল হয়েছিল, কিন্তু অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান কোর্তোয়া। এমআরআই স্ক্যানে তার হাঁটুর মেনিসকাসে চিড় ধরা পড়ে। নতুন করে ছিটকে যান আরও কয়েক সপ্তাহের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post