স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের বড় তারকা করিম বেনজেমা চলে গেছেন। সৌদীর ফুটবলে পাড়ি জমানো এই ফরাসি তারকার গুরুত্বপূর্ণ ৯ নম্বর জার্সিটি রিয়ার রাখছে আরেক ফরাসি তারকার জন্য। অপেক্ষায় থাকা তারকাকেই বিখ্যাত ৯ নম্বর জার্সি দিতে চায় দলটি।
পিএসজির তারকা কিলিয়ান এমবাপেকে দলে আনতে চায় রিয়াল। সেই চেষ্টাও করছে দলটি। হয়তো শীঘ্রই ফরাসি স্ট্রাইকারের রিয়ালে আসার খবর জানবেন সমর্থকেরা। ক্লাবটি তাদের নয় নম্বর জার্সিটিও রেখে দিয়েছে এই তারকার জন্য।
গোলডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ করিম বেনজেমা খেলেছেন ৯ নম্বর জার্সিতে। তিনি চলে যাওয়ার পর এই জার্সিটি অন্য কাউকে দেওয়া হয়নি। কিলিয়ান এমবাপের জন্যই রিয়াল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্বপূর্ণ ৯ নম্বর জার্সিটি রেখে দিয়েছে।
২০২৪ পর্যন্ত পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি আছে। তিনি চুক্তি শেষ করেই ক্লাব ছাড়তে চান। ইতিমধ্যে লিগ ওয়ান চ্যাম্পিয়নদেরও জানিয়ে দিয়েছেন তিনি ভবিষ্যতে চুক্তি নবায়ন করবেন না। আর তার জন্য এই সময়টা অপেক্ষাও করবে রিয়াল মাদ্রিদ। এই সময়ে ৯ নম্বর জার্সিটিও হয়তো কাউকে দেবে না ক্লাবটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post