স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আরেকবার পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমে গোল করেও জিততে পারল না কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। সবশেষ গত মার্চেও বেতিসের মাঠে জিততে পারেনি রিয়াল। সেবার গোল শূন্য ড্র করলেও এবার গোল করেছে লস ব্লাঙ্কোসরা। তবে শেষ পর্যন্ত আর সেই গোলের লিড ধরে রাখতে পারে নি। এই ড্রয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।
গোল শূন্য প্রথমার্ধের পর ৫৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ব্রাহিম দিয়াজের উঁচু করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। লিগে এটি তাঁর ১২তম গোল। আর রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬তম। তবে এই গোল দলকে এবার জয় এনে দিতে পারে নি। ৬৬তম মিনিটে শোধ করে দেন বেতিসের আইতর রুইবাল। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটটির নাগাল পাননি আন্দ্রে লুনিন। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
টানা তিন জয়ের পর লিগে ফের হোঁচট খেলেও আপাতত লিগ টেবিলের শীর্ষেই আছে রিয়াল। তবে রোববার বার্সেলোনার বিপক্ষে জিতলে শীর্ষে উঠবে জিরোনা। ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৩৮। জিরোনার সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রিয়াল বেতিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post