স্পোর্টস ডেস্ক:: ফুটবল বিশ্ব দারুণ এক এল ক্লাসিকো দেখলো। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া বার্সেলোনা দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো। রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত হারতে হলো ৪-৩ ব্যবধানে। সাত গোলের ম্যাচে একের পর এক ‘রেকর্ড’ হয়েছে। ১০৩ বছরের ইতিহাসে ম্যাচের ৩৫ মিনিটের মধ্যে ৫ গোলের দেখা মিললো। সেই সাথে কোনো এক মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের ‘রেকর্ড’ও গড়েছে বার্সা। কিলিয়ান এমবাপেও করেছেন রেকর্ড। রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকের মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড এখন তার দখলে।
বার্সার বিপক্ষে এমবাপের জোড়া গোলের রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিলো ২-০ গোলে। ইয়ামাল, রাফিনহাদের গোলে অবশ্য শেষ পর্যন্ত বার্সাই জিতেছে ম্যাচে ৪-৩ ব্যবধানে। এই জয়ে লা লিগায় শিরোপার আরো কাছে চলে গেলো বার্সা। লিগে এখনো বার্সার দুই ম্যাচ বাকী। তাদের পয়েন্ট ৮২। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৭৫।
ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে এমবাপের করা গোলে লিড নেয় রিয়াল। বল ক্লিয়ার করতে গিয়ে এমবাপেকে ফাউল করে বসেন গোলকিপার ওয়েজেচ সেজনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৫ম মিনিটেই মাদ্রিদ এগিয়ে যায় ১-০ গোলে। লিডে থাকা রিয়াল ব্যবধান বাড়াতে খুব বিলম্ব করেনি। ম্যাচের ১৪তম মিনিটে ফরাসি তারকা জোড়া গোল পূর্ণ করে ফেলেন। ভিনিসিয়ুস জুনিয়র থেকে পাওয়া বল জায়গা করে সোজা বার্সার জালে পাঠিয়ে দিন তিনি। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে।
এরপরই শুরু বার্সার ঘুরে দাঁড়ানোর গল্প। ১৯তম মিনিটে ফেররান তরেসের কর্নার কিক থেকে হেডারে জাল খুঁজে নেন এরিক গার্সিয়া। বার্সেলোনা ব্যবধান করে ফেলে ২-১। এরপর আর ইয়ামালদের ঠেকায় কে। ম্যাচের ৩২তম মিনিটে তরেসের পাস থেকে পাওয়া বল কাট করে বক্সের ভেতর বাঁদিক থেকে বা পায়ের কোনাকুনি শটে রিয়ালের জালে পাঠিয়ে লামিন ইয়ামাহাল ম্যাচের স্কোর লাইনে সমতা আনেন।
২-২ গোলে সমতায় থাকা ম্যাচে বার্সা লিড নিতে সময় নেন মিনিট দুই। ম্যাচের ৩৪তম মিনিটে এমবাপে ও লুকাসের ভুল বোঝাবুঝি থেকে বল পেয়ে রাফিনহা নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে এনে দেন লিড। ৩-২ গোলে এগিয়ে যায় দলটি। লিডে থাকা বার্সঅ ৪৫তম মিনিটে লিড আরো বাড়িয়ে নেয়। জোড়া গোল পূর্ণ করেন রাফিনহা।
বিরতির পর ছন্দ ধরে রেখে বার্সা দারুণ খেলতে থাকে। ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়াল আক্রমণ পাল্টা আক্রমণ ম্যাচে কিছুটা উত্তেজনা ছড়ায়। তবে কাজের কাজ কিছুই হয়নি। ৭০তম মিনিটে এমবাপে হ্যাটট্রিক করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০