
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের না ফেরার দেশে পাড়ি দেওয়ার এক বছর বুধবার। ক্যান্সারের সাথে জীবন যুদ্ধে পেরে উঠতে না পেরে গেল বছরের ১৯ এপ্রিল চিরতরে ঘুমের দেশে চলে যান এক সময়ের এই তারকা ক্রিকেটার। বনানী কবরস্থানই এখন রুবেলের একমাত্র ঠিকানা।
সেই রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার। মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করা রুবেলের জন্য বাদ আসর বারিধারা মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করেছে তার পরিবার।
জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনারের ব্রেন টিউমার ধরা পড়ে ২০১৯ সালে। এরপর দীর্ঘদিন সিঙ্গাপুরে অস্ত্রোপচারসহ ব্যয়বহুল চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন তিনি। মাঝে ফের ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা জাগে। যদিও পরবর্তীতে বেশ অসুস্থ হয়ে পড়েন আবারও।
ভারতে চিকিৎসা নেন। দেশেও চিকিৎসা নেন। নিয়মিত কেমোথেরাপি নেন। চিকিৎসার জন্য নিজেদের সব অর্থ ঢেলে দেয় পরিবারও। এগিয়ে আসে বিসিবি, ক্লাব, ক্রিকেটাররাও। তবে সব লড়াইয়ে শেষ রক্ষা হয়নি। ক্যান্সারের সাথে আর পেরে উঠেননি রুবেল। জীবনের যুদ্ধে হার মেনে ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাড়ি জমান না ফেরার দেশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা