স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে শনিবার রাতে হয়েছে নতুন রেকর্ড। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ২৩ সেকেন্ডে গোল করেন আলবেনিয়ার নেদিম বাইরামি। ইউরোর ইতিহাসে এটি সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড। তবে সেই রেকর্ড গড়েও, হার দেখতে হয়েছে আলবেনিয়াকে। ম্যাচের শুরুতে কিছু বুঝে উঠার আগেই গোল হজম করলেও, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে ইতালি।
বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ জার্মানির ওয়েস্টফালেন স্টেডিয়ামে ম্যাচের ১১তম মিনিটেই সমতায় ফিরে ইতালি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে আলেসান্দ্রো বাস্তোনি হেড থেকে গোল করে দলকে স্বস্তি এনে দেন। আর মিনিট পাঁচেক পরই জয়ের রেখা টেনে ফেলেন নিকোলো বারেল্লা। দারুণ এক শটে গোল করে নিশ্চিত করেন দলের জয়।
দুই বারের চ্যাম্পিয়ন ইতালি প্রথমার্ধে আরও কিছু ভালো সুযোগ তৈরি করেছিল গোলের। তবে সেটা দিতে পারেনি আলবেনিয়ার গোলরক্ষক থমাস স্ত্রাকোসার কারণে। তিনি বাঁধা হয়ে দাঁড়ান ইতালির জন্য। শেষ পর্যন্ত ম্যাচটিতে আর কোনো গোলই হয়নি। তাই প্রত্যাশিত এক জয় নিয়েই মাঠ ছেড়েছে ইতালি।
ইউরোর ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে টুর্নামেন্টের গ্রুপ অব ডেথ। ইতালি, আলবেনিয়া ছাড়াও, এই গ্রুপে রয়েছে স্পেন ও ক্রোয়েশিয়ার মতো দল। গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। আর দুইয়ে আছে ইতালি। গোল ব্যবধান কম থাকায় তিনে আলবেনিয়া আর চারে অবস্থান করছে ক্রোয়েশিয়া। দুই দলেরই পয়েন্ট শূন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
































Discussion about this post