স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে ফাইনালে নরওয়ের কাসপার রুডকে সরাসরি সেটে হারিয়ে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি একার করে নিলেন সার্বিয়ান এই তারকা।
প্যারিসে রোলাঁ গাঁরোয় রোববারের ফাইনালে ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে জিতে শিরোপা উৎসব করলেন জোকোভিচ। রাফায়েল নাদালকে টপকে পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম (২৩টি) জিতলেন তিনি। রেকর্ড গড়ার পরদিন এটিপি র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন এই তারকা।
সোমবার ঘোষিত র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়ে স্পেনের কার্লোস আলকারাস দুইয়ে নেমে গেছেন। এছাড়া রাশিয়ার দানিল মেদভেদেভ তিনে নেমে গেছেন। এদিকে র্যাঙ্কিংয়ে ১২১ ধাপ পিছিয়ে ১৫তম থেকে ১৩৬তম স্থানে নেমে গেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা রাফায়েল নাদাল।
দীর্ঘদিন থেকে চোটের কারণে মাঠেই বাইরে স্প্যানিশ তারকা নাদাল। ফাইনালে হারা রুড চতুর্থ স্থান ধরে রেখেছেন। গ্রীসের তারকা স্টেফানোস সিতসিপাসের চেয়ে ৪০ পয়েন্টে এগিয়ে আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post